পিবিএ,বগুড়া: বুধবার বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী সেখ ও সহযোগিতা করে বগুড়া র্যাব -১২ সদস্যরা। বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি করায় শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ব্যাবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বগুড়ার র্যাব-১২ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার শেরপুর উপজেলায় র্যাবের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি করে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনের ৫২ ধারা ভঙ্গ করার অপরাধে আদালত সাউদিয়া ডেইরী এ্যান্ড ফুড প্রডাক্টস’র মালিক আহম্মেদ আলীকে ৩০ হাজার, রিংকি সুটস’র মালিক শ্যামল বসাককে ২০ হাজার, মৌচাক মিস্টি-দই’র মালিক আনন্দ ঘোষকে ২০ হাজার, শম্পা দধি ভান্ডার’র মালিক তপন ঘোষকে ৩০ হাজার, ভিআইপি দই ঘর’র মালিক স্বজল চৌধুরীকে ৫ হাজার এবং ঊষা দই ভান্ডার’র মালিক ওইয়াসিম ঘোষকে ৫ হাজার টাকাসহ মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা প্রদানকরেন।
পিবিএ/আব্দুল লতিফ/এসডি