বগুড়ায় আদিবাসীদের মাঝে বিনা মূল্যে সহায়তা সামগ্রী বিতরণ

পিবিএ,শেরপুর,বগুড়া: বগুড়ার শেরপুরে এসআইডিপি কর্তৃক বিশালপুর ইউনিয়নের হতদরিদ্র ৫৮টি আদিবাসী পরিবারের মাঝে বিনা মূল্যে বিভিন্ন প্রকার সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
০৭ জুলাই (রবিবার) সকাল ১১ টায় বিশালপুর ইউনিয়নের পালাশন সাব সেন্টার চত্তরে এসআইডিপির জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেকের সভাপতিত্বে এ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশালপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জেসমিন পারভীন।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরিনা খাতুন, বিশালপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য দুতিরাম মন্ডল,৩ নং ওয়ার্ড সদস্য শ্রী মানিক উদ্দিন, এসআইডিপির সমন্বয়কারী মামুনুর রশিদ,ইউনিয়ন সমন্বয়কারী শরীফুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য এ বিতরণী অনুষ্ঠানে ২ টি পরিবারের মাঝে ১ টি করে গরু,১৯ টি পরিবারের মাঝে ১ করে ছাগল,২ টি পরিবারের মাঝে ১ টি করে নলক’প,৫ টি পরিবারের মাঝে টিন,৫ টি পরিবারের মাঝে ওষুধ,৫ টি পরিবারের মাঝে ফল চারা সহ ১ লক্ষ ২০ হাজার টাকার সহায়তা সামগ্রী বিতরণ করা
হয়।

পিবিএ/এবিসি/হক

আরও পড়ুন...