বগুড়ায় করোনায় নতুন আক্রান্ত ৪৫জন, সুস্থ ৫৯জন

পিবিএ,বগুড়া: বগুড়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৫জনের শরীরে করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। এ নিয়ে অত্র জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮০৮জন। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন।
বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় বগুড়ায় ২৩৩টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। তার মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৫জন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনার মধ্য পজিটিভ এসেছে ২৫টি।
বে-সরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ৪৫টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ২০টি। নতুন আক্রান্তের মধ্যে পুরুষ ৩০জন, নারী ১৩জন, দুইজন শিশু। নতুন আক্রান্ত ৪৫জনের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে ১৫জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১০জন, ৫১ থেকে ৭০ বছরের মধ্যে ১৭জন এবং ৭০ বছরের উপরে একজন রয়েছেন।
গত ১ এপ্রিল বগুড়ায় প্রথম একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সেই থেকে গত ১৩ জুলাই পর্যন্ত এ জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২২হাজার ৭৫৮টি। এর মধ্যে ২০হাজার ২২৯টির ফলাফল এসেছে। অত্র জেলায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে নতুন করে আরও ৫৯জন সুস্থ হয়েছেন।
এ নিয়ে মোট এক হাজার ৮৯৬জন সুস্থ হলেন। একই সময়ে জেলায় নতুন করে দুইজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ৭২জন। নতুন আক্রান্ত ৪৫জনের মধ্যে বগুড়া সদরে ৩৭জন, শাজাহানপুরে তিনজন, দুপচাঁচিয়ায় দুইজন, শিবগঞ্জে একজন, আদমদীঘিতে একজন ও ধুনটে একজন রয়েছে।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদক-কে বলেন, নতুন করে আক্রান্ত ৪৫ জনকে নিজ নিজ বাড়িতে রেখে স্বাস্থ্য বিধি মেনে আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। যদি কারও অবস্থার অবনতি হয় তাদের হাসপাতালে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

পিবিএ/জিএম মিজান/এসডি

আরও পড়ুন...