বগুড়ায় চালের মজুদদারি ও দাম বৃদ্ধি রোধকল্পে অভিযান

পিবিএ,শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে সরকারের নির্দেশনামতে চালের দাম বৃদ্ধি রোধকল্পে মজুদদারির বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রেখেছে বগুড়া জেলার শেরপুর উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে ৩০সেপ্টেম্বর দুপুরে উপজেলার দুবলাগাড়ি, বাগড়া, বাগড়া চকপোতা এবং বানিয়াগোন্ধাইল এলাকায় বেশ কয়েকটি রাইস মিল সরেজমিন পরিদর্শন করেন। কোন মজুদ দেখা যায়নি।

মিলারদেরকে মজুদদারি বা কারসাজি না করতে পরামর্শ দেন। এছাড়াও পাটজাত মোড়কে চাল/ধান সংরক্ষণ করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেন। স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দেন। ঐ সকল এলাকায় স্বাস্থ্য মেনে চলতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করায় তথা মাস্ক না পরায় ৫ জনকে জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই অভিযানের নেতৃত্ব দেন। উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, সিকান্দার রবিউল ইসলাম

পিবিএ/আবু বকর সিদ্দিক/এসডি

আরও পড়ুন...