বগুড়ায় জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী পালিত

পিবিএ, বগুড়া: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী নানা কর্মসূচীর মধ্য দিয়ে বগুড়ায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরের নবাববাড়ী রোডস্থ জেলা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। এরপর বিএনপির আয়োজনে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সহযোগিতায় শহরের দত্তবাড়ীস্থ অ্যাজমা কেয়ার অ্যান্ড প্রিভেনশন সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এর উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক গোলাম মোঃ সিরাজ। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, ফজলুল বারী বেলাল, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন , মাফতুন আহমেদ খান রুবেল, সহিদ উন নবী ছালাম, কেএম খায়রুল বাশার, তাহা উদ্দিন নাহিন, ড্যাব এর জেলা আহবায়ক অধ্যাপক ডাক্তার শাহ মোঃ শাহজাহান আলী, সদস্য সচিব ডাক্তার ইউনুছ আলী, বগুড়া মহানগরী আহবায়ক অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক, সদস্য সচিব অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখার আহবায়ক অধ্যাপক ডাক্তার আজফারুল হাবিব রোজ, সদস্য সচিব অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান রবিন, ডাক্তার আহসানুল কবির শিপন প্রমুখ।

এখানে রোগীদের ফ্রি পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়।

বিকেলে শহীদ টিটু মিলনায়তনে বিএনপির উদোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা বিএনপির আহবায়ক গোলাম মোঃ সিরাজের সভাপতিত্বে সভায় জিয়ার কর্মময় জীবনী নিয়ে আলোচনা করেন বক্তারা। এসময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে জিয়া, আরাফাত রহমান কোকো, দলের নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা সহ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

পিবিএ/এইচ আলিম/এএইচ

আরও পড়ুন...