বগুড়ায় টাকাসহ ২৪ জুয়াড়ি গ্রেফতার

পিবিএ,বগুড়া: বগুড়ার ধনুট উপজেলার পৌর যুবলীগের সভাপতিসহ ২৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার সন্ধ্যায় বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ধনুট সরকারি এন ইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের পাশে একটি গোডাউন থেকে তাদের গ্রেফতার করে।


গ্রেফতারকৃতরা হলেন, ধনুট পৌর যুবলীগের সভাপতি সদরপাড়া গ্রামের সোহরাব আলী (৫৪), উপজেলা যুবলীগের সহ সম্পাদক সুজন (৩৬), ইউনুস আলী (৩৫), ধনুট সরকারি এন ইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারিক ভরনশাহী গ্রামের হাসান খুশরু নপুর (৩৫), সরকারপাড়ার সংকর সাহা (৬০), পশ্চিম ভরনশাহীর আবুল কালাম (৩৫), মজনু ম-ল (৩০), মশিউর রহমান (৩৬), জাহাঙ্গীর আলম (৩২), বাদশা (৫০), আজাদ আলী (৩২), বেলকুচির আবু ওয়ারেস (৩৮), মন্টু সরকার (৪০), চরপাড়ার নাদু সেখ (৩৫), সদরপাড়ার দুদু প্রামাণিক (৪০), আব্দুর রাজ্জাক (৩৫), চালাপাড়ার আমির হোসেন (৫০), পিয়ার আলী (৪৮), আব্দুর রাজ্জাক (৪২), অফিসার পাড়ার রোমজান আলী (৪০), জিনজিরতলার নজিাম সেখ (৩৬), সাগাটিয়ার হারান আলী (৪৫), চৌবাড়িয়া গ্রামের সাদেক আলী (৩৪), পূর্বভরণশাহীর ইসমাইল হোসেন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, এই জুয়ারুরা দীর্ঘদিন ধরে ধনুট সরকারি এন ইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন একটি গোডাউনে আসর বসাচ্ছিলেন। বিশ্বস্ত সুত্রে খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ ১৮ হাজার টাকা এবং জুয়া খেলার সরঞ্জামদী উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ওসি) আসলাম আলী পিবিএকে বলেন, গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে রাতেই মামলা দায়ের হয়েছে সোমবার তাদের আদালতে পাঠানো হবে।

পিবিএ/মিজান/হক

আরও পড়ুন...