বগুড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, ডাকাত গ্রেফতার

পিবিএ,বগুড়া: বগুড়ার শিবগঞ্জের মহাস্থান জাদুঘর এলাকায় ডাকাত পুলিশের মধ্যে গোলাগুলি হয়েছে। মঙ্গলবার ভোররাত সোয় ২ টায় উক্ত ঘটনা ঘটে। এতে পুলিশের তালিকাভুক্ত ডাকাত ও ৫ মামলার আসামী জিল্লু রহমান ওরফে জিল্লু কানাকে (৪৮) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত জিল্লু কানা সোনাতলার বালুয়াহাট গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। এসময় থানা পুলিশের ৩ জন সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান , দুইটি হসুয়া, চারটি লোহার রড, একটি গাছকাটা ব্লেড ও একটি গাছের ডালের তৈরি লাঠি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্র জানা যায়, শিবগঞ্জ উপজেলার মহাস্থান জাদুঘরের এর কাছে নাগরজানী এলাকায় একটি ভটভটি ও ২ টি মাইক্রোবাস গতিরোধ ১০/১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল ডাকাতি করছিল। এমন সংবাদে মহাস্থান জাদুঘর ক্যাম্পের এসআই চাঁন মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গেলে সশস্ত্র ডাকাতদল পুলিশের উপর আক্রমণ করে।
এ দিকে সোনাতলা থেকে নির্বাচনী দায়িত্ব পালন শেষে শিবগঞ্জে ফেরার পথে, শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার কুদরত-ই-খুদা শুভ। মহাস্থান জাদুঘর হয়ে ঘটনাস্থলে পৌছিলে। পুলিশের অপর একটি দল শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান মশলা গবেষণা ইন্সটিটিউটের দিক থেকে ঘটনাস্থলে আসলে সশস্ত্র ডাকাত দলটি পুলিশের দুই দলের মাঝখানে পরে যায়।
এতে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশও আত্মরক্ষার্থে শর্টগান দিয়ে পাল্টা গুলি চালায়। পরে গোলাগুলি শেষে সশস্ত্র ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলের পাশ্বেই ধান ক্ষেত থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পুলিশ হেফাজতে ভর্তি করা হয়। এছাড়াও আহত ৩ পুলিশ সদস্য রাজিব হোসেন, বাচ্চু মিয়া ও আশিকুল ইসলামকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-এ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান এ প্রতিবেদক-কে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও বাংলাদেশ পুলিশের ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম থেকে আহত ডাকাত জিল্লুর বলে নিশ্চিত হওয়া যায়। গুলিবিদ্ধ ডাকাত জিল্লুরের চিকিৎসা চলছে। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইন মামলা দায়ের করা হবে। ডাকাত দলের বাকি সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

পিবিএ/জিএম মিজান/এসডি

আরও পড়ুন...