বগুড়ায় তিন দিনব্যাপী নদী মেলা

পিবিএ,বগুড়া: বগুড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী নদী মেলা। বগুড়ার ওপর দিয়ে প্রবাহিত নদ-নদীগুলো খনন, সংস্কার এবং অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধারে জনমত তৈরি করতেই জেলা নদী রক্ষা কমিটি ও নদী বাঁচাও বগুড়া যৌথভাবে আয়োজন করেছে এই মেলার। বৃহস্পতিবার বিকেল ৪টায় নদী মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।

এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বগুড়া শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি মেলা চত্বর বগুড়া শহীদ খোকন পার্কে গিয়ে শেষ হয়। সেখানে পানি উন্নয়ন বোর্ড, কয়েকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন নদীর নামে স্টল সাজিয়ে সেসব নদীর অবস্থা ও গতিপথ প্রদর্শন করছে। অতিথিবৃন্দ সেসব স্টল ঘুরে দেখেন।

উদ্বেধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শখার সভাপতি আনোয়ারুল করিম দুলাল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন নদী মেলা আয়োজক কমিটির সদস্য সচিব জিয়াউর রহমান। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বগুড়ার সকল নদীর নাব্যতা ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

পিবিএ/এইচএ/এমএসএম

আরও পড়ুন...