বগুড়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

পিবিএ,বগুড়া: বগুড়ায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে যুবক মারুফ হোসেন পাভেল (৩৫)। মঙ্গলবার (১৪ মে) দুপুরে বগুড়া শহরের দক্ষিণ চেলোপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের পুত্র পাভেলকে তার নিজ বাড়িতে গিয়ে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পুলিশের ধারণা, পারিবারিক ও সম্পত্তির বিষয় নিয়ে কলহে সে খুন হয়ে থাকতে পারে।

বগুড়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
মারুফ হোসেন পাভেল (৩৫)

স্থানীয়রা গুলির শব্দ শুনে আহত অবস্থায় পাভেলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাপাতালে নিলে সে মারা যায়। বগুড়া পৌরসভার চেলোপাড়া এলাকার ওয়ার্ড কাউন্সিলর পরিমল কুমার চন্দ্র জানান, নিহত পাভেল তার সৎ মার সাথে বসবাস করতো। তার সৎ বোন ও বোন জামায় একই বাড়িতে থাকতো। তাদের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দির্ঘদিন ধরে কলহ চলছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তি জানান, মঙ্গলবার (১৪ মে) দুপুর দেড়টায় সন্ত্রাসীদের গুলিতে পাভেল নিহত হয়েছে। হত্যাকান্ডের বিষয়টি নিয়ে পুলিশ সদস্যরা তদন্ত করছে। পারিবারিক কলহ নিয়ে এ ঘটনা ঘটতে পারে।

বগুড়া গোয়েন্দা পুলিশ পরিদর্শক আছলাম আলী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পেটের নিচে গুলির মত দাগ দেখা গেছে। গুলিতে নিহত হয়েছে বলে তিনি জানান। ময়না তদন্তের পর সঠিক তথ্য জানা যাবে।

পিবিএ/এ/আরআই

আরও পড়ুন...