পিবিএ,বগুড়া: বগুড়ায় গত ২৪ঘন্টায় নতুন আরও ২৬জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ৪ হাজার ৪৪৬জন। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ শনিবার সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছে।
বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ঘন্টায় বগুড়ায় সরকারি বে-সরকারি পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১১৯টি নমুনার ফলাফল এসেছে। এতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬জন। এর মধ্যে পুরুষ ১৬জন, নারী ৭জন এবং বাকি ৩জন শিশু। নতুন আক্রান্ত ২৬জনের মধ্যে ১৮ থেকে ৪০ বছরের নয়জন, ৪১ থেকে ৬০ বছরের নয়জন, ৫১ থেকে ৭০ বছরের চারজন এবং একজনের বয়স ৭০ বছরের উপরে।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে পরীক্ষা করা ৯৪টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ১৮জনের । বে-সরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ২৫টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ৮জনের। নতুন আক্রান্ত ২৬জনের মধ্যে বগুড়া সদরে ১৫জন, শিবগঞ্জে তিনজন, সারিয়াকান্দিতে দুইজন, আদমদীঘিতে দুইজন, ধুনটে দুইজন, শেরপুরে একজন, ও শাজাহানপুরে একজন রয়েছে।
গত ১ এপ্রিল বগুড়ায় প্রথম একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে । সেই থেকে গত ২৪ জুলাই পর্যন্ত অত্র জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৫হাজার ৭৫৭টি। এর মধ্যে ২৩হাজার ৫৭২টির ফলাফল এসেছে। এ জেলায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে নতুন করে আরও ৮৫জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট দুই হাজার ৮৪৫জন সুস্থ হয়েছেন। একই সময়ে জেলায় নতুন করে আরও ৪জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৯৫জন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদক-কে বলেন, নতুন করে আক্রান্ত ২৬জনকে তাদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে স্বাস্থ্য বিধি মেনে চিকিৎসা নিতে বলা হয়েছে। যদি কারও অবস্থা জটিল হয় তাহলে হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
পিবিএ/জিএম মিজান/এসডি