পিবিএ,বগুড়া: বগুড়ায় গত ২৪ঘন্টায় নতুন আরও ৫০জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ৪ হাজার ৫৫৫জন। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ সোমবার সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছে।
বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ঘন্টায় বগুড়ায় সরকারি বে-সরকারি পিসিআর ল্যাবে পরীক্ষা করা ২২৩টি নমুনার ফলাফল এসেছে। এতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০জন। এর মধ্যে পুরুষ ৩৬জন, নারী ১২জন ও দুইজন শিশু রয়েছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ৩২টি। বে-সরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ৩৫টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ১৮টি।
নতুন আক্রান্ত ৫০জনের মধ্যে ১৮ থেকে ৪০ বছরের ২৫জন, ৪১ থেকে ৫০ বছরের ১০জন, ৫১ থেকে ৭০ বছরের ১৩জন। নতুন আক্রান্ত ৫০ জনের মধ্যে বগুড়া সদরে ৪৪জন, দুপচাঁচিয়ায় চারজন, কাহালুতে একজন, ও শাজাহানপুরে একজন। অত্র জেলায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে নতুন করে আরও ৫২জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট দুই হাজার ৯৫৮জন সুস্থ হয়েছেন।
একই সময়ে জেলায় নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ১০০জন। গত ১ এপ্রিল বগুড়ায় প্রথম একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সেই থেকে গত ২৬ জুলাই পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৬হাজার ৩৬৯টি। এর মধ্যে ২৪হাজার ১৪টির ফলাফল এসেছে।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদক-কে বলেন, নতুন করে আক্রান্ত ৫০জনকে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে স্বাস্থ্য বিধি মেনে চিকিৎসা নিতে বলা হয়েছে। যদি অবস্থা জটিল হয় তাহলে হাসপাতালে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে।
পিবিএ/জিএম মিজান/এসডি