বগুড়ায় নতুন আক্রান্ত ৫৫,সুস্থ ৭৮জন

পিবিএ,বগুড়া: বগুড়ায় গত ২৪ঘন্টায় নতুন করে আরও ৫৫জনের শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ রবিবার সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন।
বগুড়া জেলা স্বাস্থ্য সূত্রে জানা যায়, বগুড়ায় গত ২৪ঘন্টায় সরকারি বে-সরকারি পিসিআর ল্যাবে ২৬২টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। তার মধ্যে আক্রান্ত হয়েছেন ৫৫জন। এর মধ্যে পুরুষ ৪৩জন, নারী নয়জন এবং তিনজন শিশু। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনার মধ্যে ২৯ জনের পজিটিভ এসেছে। বে-সরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ৭৪টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ২৬টি।
নতুন করে আক্রান্ত ৫৫জনের মধ্যে বগুড়া সদরে ৪৯, সারিয়াকান্দিতে দুইজন, সোনাতলায় একজন, দুপচাঁচিয়ায় একজন, গাবতলীতে একজন ও কাহালুতে একজন রয়েছেন। অত্র জেলায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে নতুন করে আরও ৭৮জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট এক হাজার ৭৭৭জন সুস্থ হয়েছেন। তবে একই সময়ে করোনা আক্রান্ত হয়ে আরও তিনজন মৃত্যুবরণ করায় অত্র জেলায় মোট মৃত্যুর সংখ্যা এখন ৭০জন।
গত ১ এপ্রিল বগুড়ায় প্রথম একজনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। সেই থেকে ১১ জুলাই পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২২হাজার ১৬৮টি। এর মধ্যে ১৯হাজার ৭৪২টির ফলাফল এসেছে।
বগুড়ার ডেুপটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদক-কে বলেন, নতুন করে আক্রান্ত ৫৫ জন তাদেরকে নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে স্বাস্থ্য বিধি মেনে চিকিৎসা নিতে বলা হয়েছে। যদি কারও অবস্থা জটিল হয় তাহলে হাসপাতালে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

পিবিএ/জিএম মিজান/এসডি

আরও পড়ুন...