cioro
পিবিএ,বগুড়া: বগুড়ায় গত ২৪ ঘন্টায় নতুন আরও ৭০জনের শরীরে করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮৭৮জন। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ বুধবার সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন।
বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, বগুড়ায় গত ২৪ ঘন্টায় সরকারি বে-সরকারি পিসিআর ল্যাব থেকে ২৫৭টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭০জন। এর মধ্যে পুরুষ ৪৬জন, নারী ২১জন,ও তিনজন শিশু রয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ৩৪টি। বে-সরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ৬৯টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ৩৬টি।
নতুন আক্রান্ত ৭০জনের ১৮ থেকে ৪০ বছরের মধ্যে ৩০জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২২জন, ৫১ থেকে ৭০ বছরের মধ্যে ১২জন এবং ৭০ বছরের উপরে তিনজন রয়েছেন। নতুন আক্রান্ত ৭০জনের মধ্যে বগুড়া সদরে ৫০জন, শাজাহানপুরে সাতজন, শেরপুরে তিনজন, গাবতলীতে তিনজন, শিবগঞ্জে একজন, আদমদীঘিতে একজন, কাহালুতে একজন, দুপচাঁচিয়ায় একজন, সোনাতলায় একজন, সারিয়াকান্দিতে একজন ও ধুনটে একজন রয়েছেন।
গত ১ এপ্রিল বগুড়ায় প্রথম একজনের শরীরে করোনাভাইরাস আক্রান্ত হয়। সেই থেকে গত ১৪ জুলাই পর্যন্ত অত্র জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩হাজার ১২৮টি। এর মধ্যে ২০হাজার ৪৮৬টির ফলাফল এসেছে। এ জেলায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে নতুন করে আরও ৪৮জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট এক হাজার ৯৪৪জন সুস্থ হলেন। একই সময়ে জেলায় নতুন করে আরও একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ৭৩জন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদক-কে বলেন, নতুন করে আক্রান্ত ৭০ জনকে নিজ নিজ বাড়িতে আইসোলেশন থেকে স্বাস্থ্য বিধি মেনে চিকিৎসা নিতে বলা হয়েছে। যদি কারও অবস্থার অবনতি হয় তাদের হাসপাতালে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে।
পিবিএ/জিএম মিজান/এসডি