পিবিএ,বগুড়া: বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার সার্বিক দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মোঃ আছলাম আলী পিপিএম এর নেতৃত্বে ডিবির একটি টিম বগুড়ার মাদকবিরোধী অভিযানে পৃথক পৃথক টিম ডিবি ২৫০(দুই শত পঞ্চাশ) পিস ইয়াবা, ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১৪ (চৌদ্দ)পিস এ্যাম্পলসহ ৫ মাদক ব্যবসায়ীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে। মাদক বহনে ব্যবহৃত এ্যাপাসি মোটরসাইকেল আটক।
সোমবার বগুড়ায় অভিযানে শহরের উপশহর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, ফেন্সিডিল ও নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলো বগুড়ার নিশিন্দারা পাইক পাড়ার মুক্তার শেখ (২৬) ও তার স্ত্রী তানিয়া সুলতানা পিংকি (২৪), মনিরুল শেখ ওরফে মুনসুর(৩৬) ও তার স্ত্রী শান্তনা বেগম (৩৪) এবং জয়পুরহাটের আনিছুর রহমান (৩৬)।
ডিবি পুলিশ জানায়, সোমবার দুপুরের দিকে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানকালে উপশহর এলাকা থেকে ওই দুই দম্পতিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা, ৩০ বোতল ফেন্সিডিল ও ১৪ পিস এ্যাম্পল উদ্ধার করা হয়। পরে অপর একটি টিম উপশহর এলাকায় আবার অভিযান চালায়। এসময় ৬০ বোতল ফেন্সিডিলসহ আনিছুরকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি আছলাম আলী জানান, পুলিশের পৃথক দুু”টি অভিযানে আসামীদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
পিবিএ/আব্দুল লতিফ/এমআর