বগুড়ায় বন্দুকযুদ্ধে দুই চরমপন্থী নিহত

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর বাজারের পার্শ্বে দুই দল সন্ত্রাসীর বন্ধুকযুদ্ধে আফসার আলী (৪৫) ও লিটন মিয়া (৪০) নামের দুই চরমপন্থী নিহত হয়েছে।
বন্দুকযুদ্ধ

পিবিএ,বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর বাজারের পার্শ্বে দুই দল সন্ত্রাসীর বন্ধুকযুদ্ধে আফসার আলী (৪৫) ও লিটন মিয়া (৪০) নামের দুই চরমপন্থী নিহত হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাত দেড়টার দিকে ভবানীপুর বাজারের পুর্বপার্শ্বে ভবানীপুর-সীমাবাড়ী সড়কের ব্রীজের উপর দুই দল সন্ত্রাসীর গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় গুলিতে গুরুতর আহত দুই জনকে উদ্ধার করে হাসপাতালে নেবার পথে তাদের মৃত্যু হয়।

নিহত দুই জন হলেন, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের অজুর্নি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে লিটন (৪০) ও একই জেলার তাড়াশ উপজেলার আফসার আলী (৪৫)। শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর পিবিএকে জানান, নিহতরা নিষিদ্ধ ঘোষিত পুর্ব বাংলা সর্বহারা পার্টির সদস্য। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল , ১টি ওয়ান শুটার গান, ৮ রাউন্ড গুলি , ২ টি চাপাতি এবং হাতে লেখা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির ৩ টি পোষ্টার উদ্ধার করা হয়েছে। তাদের লাশ বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পিবিএ/এনএম/আরআই

আরও পড়ুন...