পিবিএ,বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর পশ্চিমপাড়া গ্রামের কুলছুম (ছদ্ধনাম) নামে এক গৃহবধু শ্যালিকাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে তার লম্পট দুলাভাই শাকিলের হোসেন (২৬) বিরুদ্ধে।
উক্ত ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে ধর্ষিতা বাদী হয়ে শেরপুর থানায় একটি ধর্ষণ দায়ের করেন। অভিযুক্ত ধর্ষক একই এলাকার কাশিপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে শাকিল হোসেন। ঘটনার পর থেকে সে পলাতক। এজাহার সুত্রে জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর পশ্চিমপাড়া গ্রামের গৃহবধু কুলছুম (ছদ্ধনাম) শ্যালিকা মাস খানেক পূর্বে পার্শ্বেই পিতার বাড়ীতে বেড়াতে যায়। তিনি প্রকৃতির ডাকে সারা দিতে শুক্রবার ০৮মে সন্ধ্যা অনুমান সাড়ে ৭টায় ঘর থেকে বের হলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একই এলাকার সম্পর্কে দুলাভাই (খালাতো বোনের স্বামী) লম্পট শাকিল ওই গৃহবধূ শ্যালিকাকে একা পেয়ে মুখ চেপে ধরে স্থানীয় বাঁশঝারে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এমনকি ধর্ষণের অশ্লীল ভিডিও মোবাইল ফোনেও ধারণ করেন। পাশাপাশি ঘটনাটি প্রকাশ করলে অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে দেয়ার হুমকিও দেয়া হয়। কিন্তু ঘটনাটি ধামাচাপা দিতে ব্যর্থ হয়ে লম্পট শাকিল ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ঘটনাটি শাকিলের স্ত্রী জানতে পেরে ধর্ষণের শিকার হওয়া ছোটবোনকে বাড়ীতে ডেকে নিয়ে দফা-রফার চেষ্টা চালান। এতে ধর্ষিতা রাজী না হওয়ায় লম্পট শাকিল ক্ষিপ্ত হয়ে ধর্ষিতা গৃহবধূ শ্যালিকাকে মারধর করেন বলে এজাহারে উল্লেখ করা করা হয়েছে। পরে ওই গৃহবধূর অভিযোগ নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হিসাবে নেয়া হয়। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির এ প্রতিবেদক-কে বলেন, ভুক্তভোগী ওই গৃহবধ নিজে বাদী হয়ে শাকিলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন এবং আসামীকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
পিবিএ/জিএম মিজান/এএম