বগুড়ায় সরকারি ওষুধ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ব্যবসায়ী ৫ দিনের রিমান্ডে

পিবিএ, বগুড়া: বগুড়া শহরের শেরপুর রোডস্থ মফিজ পাগলা মোড় থেকে অর্ধকোটি টাকার সরকারি ওষুধ উদ্ধার হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় গ্রেফতারকৃত পাইকারি ওষুধের ব্যবসায়ী মিজানুর রহমান রবিনের (২৬) জামিন না মঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর বিচারক মো: শাহরিয়ার তারিক।

বগুড়া সদর থানার ওসি বদিউজ্জামান পিবিএ’কে জানান, উদ্ধার হওয়া ওষুধগুলো সিজার লিস্ট করা হয়েছে। যদিও খুবই কষ্টসাধ্য বিষয়। ২১ প্রকার সরকারি ওষুধ রয়েছে। ওষুধগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা। ওষুধ উদ্ধারের ঘটনায় রবিন ট্রেড ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানের মালিক মিজানুর রহমান রবিনকে সোমবার আদালতে প্রেরণ করা হয়। অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের কাছে ৮দিনের রিমান্ডের আবেদন করা হলে বিজ্ঞ বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রবিন জেলার সারিয়াকান্দি উপজেলার চৌকিবাড়ি গ্রামের মোঃ আবদুর রফিকের পুত্র। এই ঘটনার সাথে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ সে বিষয়ে অনুসন্ধান করছে।

উল্লেখ্য গত শনিবার ৩১ মার্চ রোববার এসআই আবু তাহের ওষুধ প্রতিষ্ঠান রবিন ট্রেড ইন্টারন্যাশনালের গুদামের ২য়, ৩য় ও চতুর্থ তলায় রক্ষিত বিপুল পরিমান সরকারি ওষুধ উদ্ধার করে।

পিবিএ/এইচ /হক

আরও পড়ুন...