পিবিএ,বগুড়া :বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পৌর শহরের কলেজপাড়ায় রোববার ভোররাতে স্ত্রী ময়ুরী বেগমকে (২৬) পিটিয়ে হত্যা করে পালিয়েছে স্বামী কৃষকলীগ নেতা মাসুদ রানা।
খবর পেয়ে সকাল ৯টায় নন্দীগ্রাম থানা পুলিশ স্বামীর বাড়ি থেকে ময়ুরীর লাশ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে ময়ুরীর স্বামী নন্দীগ্রাম পৌর কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা ও তার বাবা উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ওসমান ফকিরসহ পরিবারের সবাই পলাতক রয়েছে।
নিহত ময়ুরীর বাবা আনোয়ার হোসেন পিবিএ’কে বলেন, মাসুদ রানার পরকীয়া নিয়ে তার স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ চলছিল বেশ কিছুদিন ধরে। শনিবার দিবাগত রাতে তাদের মধ্যে ঝগড়া হলে মাসুদ ফোন করে আমাকে বলে, রাতেই তোর মেয়েকে মেরে ফেলব। রোববার সকালে খবর পেয়ে এসে দেখি মেয়ের লাশ।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির পিবিএ’কে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতাহল রিপোর্ট করে লাশ মর্গে পাঠিয়েছি এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্নহত্যা, ইউডি মামলা হইয়াছে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
পিবিএ/জিএম মিজান /ইকে