বগুড়ার সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭৭৫ বোতল ফেন্সিডিল সহ ০১ জন কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ (পিপিএম)।
পুলিশের এই কর্মকর্তা জানান, ১১ মার্চ সোমবার দুপুর পৌনে একটায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই (নিঃ) আবু জাফর ও সালেহ সঙ্গীয় ফোর্সসহ বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের কুকরুল মধ্যপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে কুকরুল মধ্যপাড়া গ্রামের আঃ হামিদ কন্যা সুমা খাতুনকে তার হেফাজতে রাখা একটি সরিষার পলের মধ্য হইতে ০৫ টি সাদা প্লাষ্টিকের বস্তার মধ্যে থেকে ৭৭৫ বোতল মাদকদ্রব্য ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সুমা খাতুন ফেন্সিডিল তার হেফাজতে রেখে দীর্ঘ দিন যাবৎ বগুড়া সহ আশেপাশের অন্যান্য এলাকায় মাদকদ্রব্য ফেন্সিডিল করিয়া আসিতেছে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরো জানান, বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, পিপিএম (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সার্বিক দিক নির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।