বগুড়া শেরপুরে বাজার মনিটরিং নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার

পিবিএ,শেরপুর(বগুড়া): বগুড়ার শেরপুরে আজ সকাল ০৭ টা থেকে বেলা ১১টা পর্যন্ত বারদুয়ারী হাট, শেরপুর পৌরসভাস্থ সকাল বাজার, রেজিস্ট্রি অফিস বাজার, শেরপুর উপজেলার শেরুয়া বটতলা বাজার মনিটরিং করেন উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম। জনাব মোঃ লিয়াকত আলী সেখ, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শেরপুর বগুড়া এ টিমের নেতৃত্ব দেন। টিমের অন্যান্য সদস্যরা হলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলাম, শেরপুর থানা-পুলিশের এ এস আই। এসময় বাজার মনিটরিং টিম পেয়াজ, কাঁচা মরিচ, আদা, রসুন,ভোজ্য তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির বাজার দর পর্যবেক্ষন করেন।

মাস্ক পরতে এবং দ্রব্যমুল্য স্থিতিশীল রাখতে মাইকিং যোগে জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয়। বাজারে নিষিদ্ধ ২৫ কেজি ৭শত গ্রাম কারেন্ট জাল উদ্ধার ও জব্দ করা হয়। এছাড়াও কৃষ্ণপুরে আবু হুরাইয়া রইস মিলে অভিযান চালানো হয়। সেখানে পাটের ব্যাগের পরিবর্তে কত্রিম প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করার অপরাধে মিলের মালিককে ৫০০০/- হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সকলের উদ্দেশ্যে ইউএন ও বলেন, সরকার পেয়াজ, কাচামরিচসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম স্থিতিশীল রাখতে সচেষ্ট রয়েছেন। জিনিস-পত্রের দাম গুজব রটিয়ে বা মজুদ রেখে বা কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়ালে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিবিএ/আবু বকর সিদ্দিক/এসডি

আরও পড়ুন...