পিবিএ,শেরপুর(বগুড়া): বগুড়ার শেরপুরে নন এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত বিশেষ প্রণোদনা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে ১১ জুলাই শনিবার উপজেলার তেরোটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১৬জন শিক্ষক ও ৫৬জন কর্মচারীদের প্রণোদনা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান মজনু। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহ্ জামাল সিরাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিজন শিক্ষককে ৫ হাজার ও কর্মচারীদের ২৫শ টাকা করে প্রণোদনার নগদ অর্থ প্রদান করা হয়েছে।
পিবিএ/আবু বকর সিদ্দিক/এসডি