বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া । ছবি:ফাইল
পিবিএ,ঢাকা: বগুড়া-৬ আসনে উপনির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মঙ্গলবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। উপনির্বাচনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে মনোনয়ন ফরম তোলা হবে।
বগুড়া-৬ উপনির্বাচনে অংশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে জেলা নেতাদের ঢাকায় ডাকা হয়। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে বিএনপির সিনিয়র নেতা ছাড়াও বগুড়া জেলার নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক চলাকালে স্কাইপে লন্ডন থেকে অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে অংশ নেয়া না নেয়ার ব্যাপারে তিনি জেলা নেতাদের মতামত জানতে চান। বৈঠকে উপস্থিত প্রায় সবাই নির্বাচনে যাওয়ার পক্ষে মত দেন। উপনির্বাচনে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নামে প্রথম মনোনয়ন তোলা হবে বলেও তারা জানান। পরে সবার মতামতের ভিত্তিতে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত হয়।
জানতে চাইলে জিএম সিরাজ পিবিএকে জানান , বগুড়া-৬ উপনির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনে দলের চেয়ারপারসনসহ মোট পাঁচজনের মনোনয়ন ফরম তোলা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিটি নিয়ে বগুড়াতে কোনো বিরোধ নেই। আমরা সবাই ঐক্যবদ্ধ। অতিতের যেকোন সময়ের চেয়ে এখন শক্তিশালী।
পিবিএ/এইচটি