জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা): ভোলার লালমোহনে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনির্মিত, কালো পতাকা উত্তোলন, ব্ঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলেচনা অনু্ষ্ঠান, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা, হামদ নাত প্রতিযোগিতা, দুস্থ ও অসহায়দের মাঝে কাঙালী ভোজ বিতরণ, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন এবং তবারক বিতরনের মধ্য দিয়ে পালন করা হয় জাতীয় শোক দিবস। ১৫ আগস্ট শনিবার ভোর থেকেই এসব কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেন ভোলা-৩(লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। জাতীয় শোক দিবস মহান স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে লালমোহন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতে শ্রদ্ধা নিবেদন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা ও বিশেষ দোয়া ও মোনাজাত এ অংশগ্রহণ শেষে তবারক বিতরন করেণ, এমপি শাওন।
এমপি নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বলিষ্ঠ নেতা বাংলাদেশে আর হবে না। তিনি ছিলেন মনেপ্রাণে বাঙালি। তিনি বাংলাদেশ সৃষ্টি করেছেন আর তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দক্ষ হাতে দেশ গড়ার কাজে এগিয়ে চলেছেন। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তারা দেশের শত্রু, জাতির শত্রু। বঙ্গবন্ধুকে খুন করে স্বাধীনতা বিরোধী চক্র বাঙালি জাতিকে কলংকিত করেছে। আমরা জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা জানাই। আমরা শোকাহত। বঙ্গবন্ধুর ঋণ কখনো শোধ করার মতো নয়।
এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ শাহিন, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আহসান কবির, পৌর আওয়ামীলীগের আহ্ববায়ক সফিকুল ইসলাম বাদল, যুগ্ম-আহ্বায়ক মঞ্জু তালুকদার ওউপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।
পিবিএ/এসডি