বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

পিবিএ ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির নবনির্বাচিত সংসদ সদস্যরা। গতকাল বৃহস্পতিবার শপথ নেওয়ার পর আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা ।

সকাল ১০টা পাঁচ মিনিটের দিকে শেখ হাসিনা প্রথম দফায় এবং পরে সংসদ সদস্যদের নিয়ে আরেক দফা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জাদুঘরে প্রবেশ করেন। সেখানে তিনি বেশ কিছুক্ষণ সময় কাটান।

পিবিএ/জিজি

আরও পড়ুন...