বঙ্গবন্ধুর ম্যুরাল কলকাতার বেকার হলে স্থাপনের জন্য যাচ্ছে

বেনাপোলে বঙ্গবন্ধুর ম্যুরাল হস্তান্তর

পিবিএ,বেনাপোলে : বেনাপোল নোম্যান্সল্যান্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের ৩ ফুট ৬ ইঞ্চি ম্যুরাল (ভাস্কর্য) ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দুতাবাসের ডেপুটি হাই কমিশনার বি এম জামাল হোসাইনের কাছে হস্তান্তর করেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

মঙ্গলবার দুপুরে ৩ ফুট ৬ ইঞ্চি এ ম্যুরালটি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন মেয়র আশরাফুল আলম লিটনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

এর আগে বেনাপোল নোম্যান্সল্যান্ডে কলকাতায় নিযুক্ত ডেপুটি হাই কমিশনার আসলে বেনাপোল পৌরসভার পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে দেন মেয়র লিটন।

এসময় ভারতে নিযুক্ত বাংলাদেশ দুতাবাসের ডেপুটি হাই কমিশনার এর সাথে উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দুতাবাসের ফাস্ট সেক্রেটারি কমার্শিয়াল মোঃ শামসুর আরিফ, প্রটোকল অফিসার আজিজুল আলম। অপরদিকে মেয়র লিটনের সাথে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, বেনাপোল কাস্টমস এর সহকারি কমিশনার আব্দুল মতিন সরকার, বেনাপোল ইমিগ্রেশন ওসি আবুল বাশার, কাস্টমস সুপার ইমদাদুল হক, বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সুবেদার বাকি বিল্লাহ, এন এস আই, ডি জি এফ আই সদস্য সহ প্রমুখ।

বি এম জামাল হোসাইন বলেন, বঙ্গবন্ধুর মুর‌্যাল কলকাতার বেকার হলে স্থাপন করা হবে। এ ম্যুরালটি বাংলাদেশের প্রধান মন্ত্রী পাঠিয়েছেন বেনাপোল পৌর মেয়র এর মাধ্যমে। ম্যুরালটি হাতে পেয়ে মনে হচ্ছে এটি একটি ঐহিহাসিক মুহুর্ত।

পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন, আজ আমারা অত্যান্ত গর্বিত। জাতির জনকের মর্যদা সারা বিশ্বে। জাতির জনককে কলকাতার বেকার হলে আরো আগে সেদেশের সরকার মর্যদা দিয়েছে। ওই হলের ২৪ নং কক্ষে থাকতেন বঙ্গবন্ধু। এরপর ভরতের পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ১৯৯৮ সালে বেকার হোস্টেলের ২৪ নং কক্ষের সাথে ২৩ নম্বর কক্ষটি যুক্ত করে বঙ্গবন্ধু স্মৃতি কক্ষ গড়ার উদ্যোগ নেন। ওই বছর ৩১ জুলাই বঙ্গবন্ধুর স্মৃতি কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের তৎকালীন উচ্চ শিক্ষামন্ত্রী সত্য সাধন চক্রবর্তী। ২৪ নং কক্ষে রয়েছে জাতির জনকের পড়ার চেয়ার টেবিল একটি কাঠের আলমারি ও খাট। রয়েছে আলোক চিত্র আরও বেশ কিছু বই। আজ বাংলাদেশে নির্মিত জাতির জনকের ম্যুরাল আমরা ভারতে জাতির জনকের স্মৃতি বিজড়ীত হলে পাঠাতে পেরে গোটা জাতি গর্বিত।

পিবিএ/শেখ নাসির উদ্দীন/জেডআই

আরও পড়ুন...