বঙ্গবন্ধুর সমাধীতে খুলনার নব নিযুক্ত আইন কর্মকর্তাদের শ্রদ্ধা

পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন খুলনার নব-নিযুক্ত ১৫০ জন আইন কর্মকর্তা।

শনিবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধী সৌধের বেদীতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে বঙ্গবন্ধু ও ৭৫ সালের ১৫ আগষ্ট পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় খুলনা জেলা আদালতের পিপি এনামুল হক, জিপি মোঃ আইয়ুব আলী শেখ, খুলনা মহানগর পিপি কে.এম ইকবাল হোসেন, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম এম মুজিবুর রহমান, খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ সাইফুল ইসলাম, খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন উপস্থিত ছিলেন।

পিবিএ/বাদল/হক

আরও পড়ুন...