পিবিএ,গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানিয়েছে নব নির্বাচিত বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ।
শনিবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধের বেদীতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন নব নির্বাচিত বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ। এরপর ডিপ্লোমা প্রকৌশলীদের নব গঠিত কেন্দ্রীয় কমিটির নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।
এসময় কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: আব্দুর রব ভুইয়া, সিনিয়র সহ সভাপতি খন্দকার মাহাবুবুর রহমান সাধারণ, সহ-সভাপতি রেজাউল করিম শেখ, সম্পাদক মো: আব্দুল হক, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মাহাবুব আলী খান ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াছ হোসেন সহ ডিপ্লোমা প্রকৌশলীদের নব নির্বাচিত বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতা-কর্মীরা উপাস্থিত ছিলেন।
পিবিএ/বিএস/হক