বঙ্গবন্ধু উন্নয়নের জন্য বাকশাল করেছিলেন: প্রধানমন্ত্রী

পুরস্কার
স্বাধীনতা পুরস্কার ২০১৯ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পিবিএ, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা দেশের উন্নয়নের জন্যই বাকশাল করেছিলেন। তিনি তৎকালীন বাকশালকে (বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) জাতীয় ঐক্যের প্ল্যাটফর্ম হিসেবেও উল্লেখ করে।

আজ সোমবার (২৫ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাধীনতা পুরস্কার ২০১৯ প্রদান অনুষ্ঠানে বাকশাল প্রসঙ্গে এসব কথা বলেন বঙ্গবন্ধুকন্য শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ৭৩ সালের নির্বাচন প্রসঙ্গ তুলে ধরে বলেন, সে সময়ের নির্বাচনেও মাত্র ৯টি আসন বাদে সব আসনে আওয়ামীলীগ বিজয়ী হয়েছিল। তাই আওয়ামীলীগের বাইরে অবস্থান নেয়া দলগুলো, তারা হয়তো নির্বাচনে জয়ী হতে পারে না। তাদের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে এই বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ করেছিলেন।’

তিনি বলেন, ‘এমনি একটি অবস্থার মধ্যে জাতির পিতা সিদ্ধান্ত নেন, যে করেই হোক আমাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। দেশের উন্নয়ন বাড়াতে হবে, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। সে চিন্তা থেকে তিনি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ যেটাকে সংক্ষিপ্ত আকারে বাকশাল নামে পরিচিত করানো হয়েছিল। যার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়।’

তিনি বলেন, বাকশাল প্ল্যাটফর্মের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে উন্নয়ন-অগ্রগতির পথে নিতে চেয়েছিলেন।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই বাকশাল করেছিলেন বঙ্গবন্ধু। একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে জাতীয় ঐক্য হবে। এই ঐক্যের মধ্যে দিয়ে সবাই দেশের উন্নয়নে কাজ করবে।

‘প্রকৃত পক্ষে সেটা ছিল সকল দলকে ঐক্যবদ্ধ করে তিনি রাষ্ট্র পরিচালনা করে অর্থনৈতিক মুক্তি অর্জনটাকে ত্বরান্বিত করতে চেয়েছিলেন।’

প্রধানমন্ত্রী ৭৪’র দুর্ভিক্ষের জন্য বাকশাল বিরোধীদের দায়ী করে বলেন, ‘তাদেরই চক্রান্তের ফলে চুয়াত্তরে দুর্ভিক্ষ হয়, অর্থনীতির উপর আঘাত আসে। পাটের গুদামে আগুন, থানা লুট করা থেকে শুরু করে, আমাদের আওয়ামী লীগের ৭ জন নির্বাচিত প্রতিনিধিকে হত্যা করা হয়।’

পিবিএ/এএইচ

আরও পড়ুন...