সঞ্জীব কুমার দাস,কাপাসিয়া (গাজীপুর): বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একটি অবিচ্ছেদ্য নাম। আমরা যে উন্নয়নশিল দেশে উন্নিত হয়েছি তা বঙ্গবন্ধুরই স্বপ্ন ছিল। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে তার আদর্শকে লালন করতে হবে। বাঙ্গালী জাতির ইতিহাসে সবচেয়ে বেদনা বিদুর দিন ১৫ই আগষ্ট। ১৯৭৫ সালের এই দিনে আমরা হারিয়েছি জাতির শ্রেষ্ট সম্পদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই শোককে শক্তিতে রুপান্তরিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে, তবেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে। আজ শনিবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে স্মরন সভায় প্রধান অতিথি বঙ্গতাজ কন্যা সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে এসব কথা বলেন।
স¦াস্থ্যবিধি মেনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের পরিচালনায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রতি বছরের ন্যায় আয়োজিত মাস ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়মীলীগের উপদেষ্টা প্রবীণ নেতা আব্দুল কবির মাষ্টার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. মোঃ আমানত হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা কৃষকলীগ সভাপতি আইন উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহ্বুব উদ্দীন আহমদ সেলিম, সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজীব ঘোষ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রউফ দরজি, কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান মামুন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সিমিন হোসেন রিমি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধু বাংলাদেশের শ্রষ্টা। যারা সৃষ্টি করেন তাদের কোন মৃত্যু নেই। বঙ্গবন্ধু তাই চিরঞ্জীব-মৃত্যুঞ্জয়ী। যতদিন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র থাকবে, ততদিন বঙ্গবন্ধু থাকবে। বঙ্গবন্ধু’র সোনার বাংলা গড়ার ধারাবাহিকতায়ই দেশ আজ আধুনিক উন্নয়নশীল বাংলাদেশে পরিনত হয়েছে। আমাদের সকলকে আজ প্রতিজ্ঞা করতে হবে, ‘জন্মের সময় আমি যে রূপ দেশ পেয়েছি, মৃত্যুর আগে তার চেয়ে উন্নত দেশ রেখে যেতে চাই’। তাহলেই বঙ্গবন্ধু আদর্শের জন্য কিছু করা হবে।
এর আগে সকালে দলীয় কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমির পক্ষে এবং উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন। বিভিন্ন মসজিদ, মন্দির, উপাসনালয়ে সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। মাসব্যাপি কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধু পাঠ ও আলোকচিত্র প্রদর্শনী। দোকানপাট, অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানসমুহে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়া মাহফিল এবং উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে ঋণ বিতরণের চেক প্রদান করা হয়। এছাড়া সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পাতাকা অর্ধনমিত রাখা, কলেজের মুজিব কর্ণারে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সেও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
পিবিএ/এসডি