পিবিএ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ সপ্তম আসরে খুলনা টাইগার্স শিরোপা জিততে না পারলেও ব্যাট হাতে দর্শকদের মন জয় করে নিয়েছে তাদের ব্যাটসম্যানরা। আসর শেষে সর্বোচ্চ রানের সিংহাসনে আছেন খুলনার প্রোটিয়া ব্যাটসম্যান রাইলি রুশো। ৪৯৫ রান নিয়ে টানা দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতার সর্বোচ্চ রানের মালিক হলেন তিনি। আগের আসরে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ ৫৫৮ রান করেছিলেন তিনি।
রুশোর চেয়ে মাত্র ৪ রান কম নিয়ে দুইয়ে আছেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। ১৪ ইনিংসে ৭০ এর ওপর গড়ে ৪৯১ রান করেছেন মুশফিক। এই রানে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। ২২৭৪ রান নিয়ে শীর্ষে আছেন মুশফিক। দুইয়ে থাকা তামিম ইকবালের সংগ্রহ ২২২১ রান।
১৫ ইনিংসে সমান ৪৫৫ রান নিয়ে তালিকার তিন ও চারে আছেন রাজশাহীর দুই ব্যাটসম্যান লিটন দাস ও শোয়েব মালিক। ১১ ইনিংসে ৪৪৪ রান নিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খেলা ডেভিড মালান।
পিবিএ/এমএসএম