বঙ্গমাতার ৯০তম জন্মদিনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

আহসান টিটু, ফকিরহাট: জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান বলেন, ‘বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক। তিনি ব্যক্তিগত জীবনে অনাড়ম্বর জীবনযাপন করতেন। মহীয়সী নারী শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন বাঙালি জাতির অধিকার আদায়ের সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন যোগ্য ও বিশ্বস্ত সহচর এবং বাঙালি ‍মুক্তিসংগ্রামের সহযোদ্ধা। তিনি অসাধারণ বুদ্ধি, সাহস, মনোবল, সর্বসংহা ও দূরদর্শিতার অধিকারী ছিলেন। তিনি আমৃত্যু দেশ ও জাতি গঠনে অসামান্য অবদান রেখে গেছেন।”

বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকীতে “বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” প্রতিপাদ্য বিষয়ে আলোচনা অনুষ্ঠানে কথা বলতে গিয়ে তিনি উক্ত বিষয়ে আলোকপাত করেন।

শনিবার (৮ আগষ্ট) বেলাা ১১ টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে উক্ত আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ফকিরহাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

আলোচনা সভার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুস আলী, সদর ইউনিয়ন চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান ফকির রেজাউল করিম, পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ, নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান কাজী মহসীন, শুভদিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ১৩ জন মহলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

পিবিএ/এসডি

আরও পড়ুন...