পিবিএ,মাগুরা: বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০তম জন্ম দিবস উপলক্ষে মাগুরায় দুঃস্থ নারীদের মাঝে আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর অনুষ্ঠানে উপস্থিত থেকে এ আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ করেন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফাজ উদ্দিন, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহীদুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক অনিতা মল্লিক, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান প্রমুখ।
অনুষ্ঠানে দুঃস্থ ২০ জন নারীকে ২ হাজার টাকা হারে ৪০ হাজার টাকার আর্থিক অনুদান ও ২৪ জন প্রশিক্ষণ প্রাপ্ত নারীকে একটি করে সেলাই মেশিন দেয়া হয়।
পিবিএ/মোখলেছুর রহমান/এসডি