বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

দিনাজপুরের পার্বতীপুরে কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে চালু থাকা একমাত্র ইউনিটটিও বন্ধ হয়ে গেছে। এতে কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক।

তিনি জানান, চারদিনের ব্যবধানে চালু থাকা দুটি ইউনিটের বয়লারের টিউবে ফাটল (লিকেজ) দেখা দেয়। এতে শনিবার একটি ও মঙ্গলবার আরেকটি কেন্দ্রে বন্ধ করে দেওয়া হয়। এক সপ্তাহের মধ্যে একটি এবং দুই সপ্তাহের মধ্যে অপর ইউনিট থেকে ফের উৎপাদন শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন ধরে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে। সচল ছিল ১ নম্বর ও ৩ নম্বর ইউনিট। যা থেকে প্রায় ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে যোগ করা হতো। তবে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় শনিবার ৩ নম্বর ইউনিট বন্ধ করে দেওয়া হয়। চালু ছিল শুধু ১ নম্বর ইউনিটটি। সেই ইউনিটে বয়লার ফেটে (লিকেজ) যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে মঙ্গলবার বিকেলে একমাত্র সচল ইউনিটটিও বন্ধ হয়ে যায়। ফলে পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন কার্যক্রম।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রর প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, মঙ্গলবার বিকেলে ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সম্পন্ন ১ নম্বর ইউনিটের বয়লারের টিউব ফেটে যায়। পরে ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। এর আগে শনিবার ৩ নম্বর ইউনিটিও এক কারণে বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন...