“বড় মাঠে দূরত্ব বজায় রেখে নিত্যপণ্য বিক্রির ব্যবস্থা করার নির্দেশ”

পিবিএ,ঢাকা: করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বড় মাঠে দূরত্ব বজায় রেখে নিত্যপণ্য বিক্রির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১২ এপ্রিল) গণভবনে থেকে করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সে বরিশাল ও খুলনা বিভাগের জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলকে অনুরোধ করছি, তারা যাতে পণ্যগুলো (ফসল, তরিতরকারি, ফলমূল) যথাযথ জায়গায় পৌঁছে বাজারজাত করার ব্যবস্থা করে দিতে পারে।’

তিনি বলেন, ‘বাজারে যাওয়ার সময় দূরত্বটা বজায় রাখতে হবে। যেখানে হাট হয় সেই হাট-বাজার সম্পূর্ণ বন্ধ না রেখে কোনো বড় মাঠ দেখে সুনির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দূরত্ব বজায় রেখে হাটে পণ্য বিক্রির একটা ব্যবস্থা (করতে হবে), সপ্তাহে একদিন অন্তত।’

‘আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের প্রশাসনের সঙ্গে যারা আছেন তারা এবং স্বাস্থ্যকর্মীরা আছেন-সবাই মিলে প্ল্যান করে ওইভাবে যদি করেন, তবে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা পরিচালনা করা সহজ হবে। সেই ব্যবস্থাটা আপনারা নিতে পারেন।’

শেখ হাসিনা বলেন, ‘একটা খোলা মাঠে দূরত্বটা বজায় রেখে যার যার পণ্য নিয়ে বসবে। সবাই সেখান থেকে কিনে নিয়ে চলে যাবে। অনেক মানুষের ভিড় যেন না হয়। সেই বিষয়ে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন, সেটি আমি অনুরোধ জানাচ্ছি।’

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...