পিবিএ,বদলগাছী(নওগা): নওগাঁর বদলগাছীতে ছয় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার(১৪ জুলাই) রাত ১১ টার দিকে উপজেলার মথুরাপুর ইউপির মাহমুদপুর গ্রামে অভিযান চালিয়ে আনুমানিক এক লাখ ২০ হাজার টাকা মূল্যের ছয় কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।
আসামীরা হলেন, উপজেলার মাহমুদপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রাসেল হোসেন(২৫) ও চকমথুর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে হেলাল হোসেন ওরফে সাজু(২৫)।
থানা সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই গৌরাঙ্গ মোহন রায়ের নেতৃত্বে এসআই সাদ্দামুর রহমান ও এএসআই মিলন কুমার রায় এই দুই মাদক ব্যবসায়ীকে ছয় কেজি গাঁজাসহ আটক করে।
বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, নিয়মিত মাদক মামলা দিয়ে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পিবিএ/খালিদ হোসেন মিলু/এসডি