পিবিএ,বদলগাছী(নওগাঁ): নওগাঁর বদলগাছী ছোট যমুনা নদীর বালুমহাল ইজারার নামে মালিকানা বাগানের গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বালুভরা ইউপির রামশাপুর মৌজায় নদীর ধারে ৩৫ বছর পূর্বে গড়ে তোলা বাগানটি চলে যাচ্ছে বালুদস্যুদের পেটে। বালুদস্যুরা প্রতিদিন ভোর রাতে নৌকা যোগে এসে অবাধে বাগানের গাছ ও মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বালু ইজারাদারদের সাথে প্রশাসনের যোগসাজশ রয়েছে বলে এলাকায় অভিযোগ উঠেছে।
বাগানের মালিক সৈলেন্দ্রনাথ মন্ডলসহ গ্রামবাসী জানায়, একমাস পূর্বে যখন প্রথম বাগানের মাটি কাটতে শুরু করে। তখন থানায় অভিযোগ করলে পুলিশ নৌকাসহ দুইজনকে আটক করে পরে থানা থেকে তাদেরকে ছেড়ে দেয়। ঘটনাটি গত ২ জুলাই কালের কণ্ঠসহ বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হলে প্রায় মাসখানেক বাগান কাটা বন্ধ ছিল।
সম্প্রতি ভূমি অফিস থেকে তহশিলদার ও সার্ভেয়ার এসে বাগানসহ আশেপাশের জমি নদীর সীমানর মধ্যে রয়েছে দাবি করে। তারা মাপজোক করে লাল পতাকা ঝুলিয়ে চিহ্ন দিয়ে নীতিমালা উপেক্ষা করে বালু ইজারাদারদের কাটার জন্য বুঝিয়ে দিয়ে দেন। তারপর থেকেই প্রতিদিন ভোর রাতে এসে ইজারাদাররা বাগানের বড় বড় গাছসহ মাটি কেটে নিয়ে যাচ্ছে নৌকা যোগে।
বালু মহালের মূল ইজারাদার মো. মফিজ উদ্দিন জানান, তহশিলদার ও সার্ভেয়ার ওই এলাকা নির্ধারণ করে দিয়েছেন। বাগানের মাটি কাটা যদি অন্যায় হয় তাহলে ইউএনও এবং এসিল্যান্ডকে প্রশ্ন করতে হবে। তারা কীভাবে মাপজোক করে দিলেন?
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. নাহারুল ইসলাম বলেন, বাগান বালু পয়েন্টের মধ্যে খাস জায়গায়। যথারীতি তাদেরকে মাপজোক করে দেওয়া হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির এর সঙ্গে ফোনে কথা বললে তিনি জানান, যথারীতি সেখানে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। পুনরায় বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য এসিল্যান্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।
পিবিএ/খালিদ হোসেন মিলু/এসডি