পিবিএ, ঢামেক : রাজধানীর বনানীর এফ আর টাওয়ারের আগুনে দগ্ধ হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনা হলে আব্দুল্লাহ আল ফারুক (৩০) নামে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়ক ডাঃ সামন্ত লাল সেন বলেন, ফারুকের শরীরের উপরিভাগ দগ্ধ হয়ে মারা গেছে। আতঙ্কে লাফিয়ে পড়ে শ্রীলঙ্কার এক নাগরিক নিহত হয়েছেন। আহত ৩২ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র, আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬) ও মনির (৫০)।
আগে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া এক দগ্ধ যুবককে মৃত ঘোষণা করা হয়, অজ্ঞাতনামা যুবেকর আনুমানিক ৩০ বছর।
আহত অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি আছে আবু হোসেন (৩৫), রেজওয়ান আহমেদ (৩৫) ও সাব্বির আলী মৃধা (১৯)।
আবু হোসেন ও সাব্বিরের ধুয়া থেকে শ্বাসকষ্ট হচ্ছে। আর রেজওয়ানের মাথাসহ শরীরে বেশ কিছু আঘাত রয়েছে।
গুলশান জোনের ডিসি এসএম মোস্তাক আহমেদ জানান, এই ঘটনায় সব হাসপতালে মিলিয়ে এখন পর্যন্ত ৬ জন মারা গেছে বলে আমরা জানতে পেরেছি।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে ঢামেক বার্ন ইউনিটের প্রফেসর ডা. সাজ্জাদ খন্দকার পিবিএ’কে বলেন, আমাদের এখানে কিছুক্ষণ আগে দুই রোগী এসেছিল। এদের মধ্যে আব্দুল্লাহ আল ফারুক নামে একজন দগ্ধ ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে। আবু হোসেন নামে আরেকজন চিকিৎসাধীন রয়েছেন। তিনি পায়ে আঘাত পেয়েছেন।
সবশেষ খবর অনুযায়ী, এফ আর টাওয়ারের আগুনের তীব্রতা একটু কমেছে। তবে পুরো টাওয়ার এখনও ধোঁয়াচ্ছন্ন। এখনও কেউ আটকে রয়েছেন কিনা তা যাচাই করা হচ্ছে।
পিবিএ/জেডআই