পিবিএ,ঢাকা: বনানীর এফ আর টাওয়ারে আগুনে আহতদের দেখতে ইউনাইটেড হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান
বৃহস্পতিবার রাত ৮টায় হাসপাতালটি গিয়ে আহত রোগীদের খোঁজ খবর নেন তারা। তারা সেখানে গিয়ে আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আহতদের দ্রুত রোগমুক্তি কামনা করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে বনানীর এফ আর টাওয়ারের ২২ তলার এই ভবনটিতে আগুন লাগে। এ ঘটনায় এখনো পর্যন্ত ২৫ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৭০ জন।
পিবিএ/এফএফ