বনানীর লেকে পড়ে দুই দিন ধরে নিখোঁজ সোহাগের মরদেহ উদ্ধার

নিখোঁজ
সোহাগের মরদেহ উদ্ধার

পিবিএ, ঢাকা : নিখোঁজের পর থেকে দুদিন বনানী লেকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি কিশোর সোহাগকে (১৬)। অবশেষে বুধবার ভেসে উঠলো নিখোঁজ কিশোর সোহাগের মরদেহ।

বুধবার (৬ মার্চ) দুপুর ১টার দিকে সোহাগের (১৬) মরদেহ উদ্ধার করেছে সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

বিষযটি পিবিএ’কে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান।

তিনি জানান, দু’দিন ধরে অভিযান পরিচালনার পর সবশেষে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ মার্চ) রাত ১১টার দিকে বনানীর লেকে পড়ে নিখোঁজ হয় সোহাগ। তবে কীভাবে সে লেকের পানিতে পড়ে যায় তা এখনও জানা যায়নি।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...

preload imagepreload image