বন্দুকযুদ্ধে মহেশখালীর শীর্ষ ডাকাত হেলাল নিহত

বন্দুকযুদ্ধ
ফাইল ফটো

পিবিএ, কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধের ঘটনায় মাতারবাড়ি এলাকার শীর্ষ ডাকাত হেলাল উদ্দিন (৩৫) নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে এক পুলিশ সদস্য। ২৪ জানুয়ারি গভির রাতে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে মহেশখালী থানার এসআই জুয়েল জানান -গভীর রাতে মহেশখালী উপজেলার মাতারবাড়িতে একদল ডাকাত বিভিন্ন স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় খবর পেয়ে মহেশখালী থানার একদল পুলিশ দ্রুত অভিযান চালায়। ডাকাতদল পুলিশ লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এ সময় ডাকাতের ছোড়া গুলিতে মহেশখালী থানার কনস্টবল টুটুল গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এক পর্যায়ে ডাকাতদল পিছু হটে যায়, এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। পরে তাকে হাসপাতালে নিয়েগেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ডাকাত হেলাল উদ্দিন মাতারবাড়ির হংস মিয়াজির পাড়া এলাকার মৃত জাগির হোসেনের পুত্র। পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে দুইটি হত্যা মামলা ও তিনটি অস্ত্র মামলাসহ ডজনখানেক মামলা রয়েছে।
পিবিএ/ এমটিএ/জেডআই

আরও পড়ুন...