পিবিএ,কুবি প্রতিনিধি: সাবেক ও বর্তমানদের উপস্থিতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ‘বন্ধু’এর বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্বপ্নচূড়া রিসোর্টে এই চড়ুইভাতি অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বন্ধু’র উপদেষ্টা ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল- আলামিন, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. শামিমুল ইসলাম, ছাত্র উপদেষ্টা ড. মোহা: হাবিবুর রহমান।
‘বন্ধু’র সভাপতি রাসেল মাহমুদ ভুঁইয়া বলেন, এটি একটি সেচ্ছাসেবী সংগঠন। এখানে যারা কাজ করে তারা সবাই মহৎ মনের মানুষ। রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচানোর যে আনন্দ যে রক্ত দেয় বা দিয়েছে সেই বলতে পারবে।
সাধারণ সম্পাদক আবদুল্লাহিল মারুফ বলেন, আমাদের আজকের আয়োজনটি মূলত নবীনদের কেন্দ্র করেই। রক্ত দেওয়ার উপকারিতা আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে চাই।
এছাড়াও বিশেষ বিনোদন হিসেবে ছিল, সকল সদস্য এবং অতিথিদের নিয়ে বালতিতে বল নিক্ষেপ, হাড়ি ভাঙ্গা,বেলুন ফোটানো।
সংগঠনটির উপদেষ্টা ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল- আলামিন বলেন, বন্ধু সংগঠন একটা মানব কল্যাণ সংগঠন। এ সংগঠনের শুরু থেকে আমি ছিলাম। যারা সত্যিকারে ভাল মনের মানুষ, তারাই এ সংগঠনের সাথে বেশি যুক্ত হয়। কারন কোনো স্বার্থ ছাড়াই, নিজের শরীরের রক্ত বিলিয়ে দেয়ার মতো ভাল কাজ আর হতে পারে না। এ সংগঠনের সবার জন্য শুভ কামনা জানাই।