পিবিএ,পঞ্চগড় প্রতিনিধি: নির্যাতিত শ্রমিক কৃষক ছাত্রদের আগে ব্যবস্থা করতে হবে-পঞ্চগড় চিনিকল পরিদর্শন করেছেন অন্তর্বতীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় সুগার মিল পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
আদিলুর রহমান খান বলেন, জুলাইয়ের পর থেকে শহীদ গুম হয়ে যাওয়া পরিবার নির্যাতিত মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আছি আমরা, এই রক্তের ঋন শোধ করতে হবে, নির্যাতিত শ্রমিক কৃষক ছাত্রদের আগে ব্যবস্থা করতে হবে এই লক্ষ্য নিয়ে কাজ করছে অন্তর্বতীকালীন সরকার। ক্রমান্বয়ে দেশের সব বন্ধ কল কারখানা চালু করার জন্য বিরামহীন আমরা কাজ করছি। তবে আগামীকাল পরশুদিন চালু হবে এই বক্তব্য আমি দিতে পারিনা। তবে আমরা পারি উদ্যোগগুলোকে এগিয়ে নিতে। গত চার বছর বন্ধ মিল চালুর জন্য কোনো কাজ হয়নি। যত দ্রুত সম্ভব মিলগুলো চালুর জন্য আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, আপনারা বিশ্বাস রাখেন, আপনাদের সাথে নিয়েই ইনশাআল্লাহ আমরা করতে পারবো। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা দূর্বত্তায়নের বিরূদ্ধে অন্যায়ের বিরূদ্ধে, মানুষের আর্থিক উন্নতির জন্য চেস্টা করছি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তনটা এসেছে সেই পরিবর্তনটা মানুষের মাঝে একটি পজিটিভ আকাঙ্কার জন্ম দিয়েছে।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পরিচালক সারজিস আলম, পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুরর রহমান মুন্সি, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক বর্ষীয়ান নেতা জাহিরুল ইসলাম কাচ্চু, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ,পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম, পঞ্চগড় জজ কোর্টের সরকারি কৌশলি(পিপি)এ্যাড. আদম সুফি,সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন, জিপি বিজ্ঞ আইনজীবী আব্দুল বারিসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান পঞ্চগড় সুগার মিলের কর্মকতা কর্মচারী এবং আখ চাষীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এসময় বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।