পিবিএ, বিনোদন : ১২ এপ্রিল থেকে হলে নতুন সিনেমা মুক্তি বন্ধ হচ্ছে। পর্যাপ্ত দেশীয় ছবি ও বিদেশি ছবি এ দেশে মুক্তির শর্ত শিথিল না করা হলে আগামী ১২ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের সব সিনেমা হল বন্ধ করে দেওয়ার প্রদর্শক সমিতির ঘোষিত আলটিমেটামের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে সিনেমা হল বুকিং এজেন্ট সমিতি।
২৪ মার্চ বুকিং এজেন্টরা প্রদর্শকদের সঙ্গে এক লিখিত চুক্তিতে এই একাত্মতা ঘোষণা করে। এর ফলে ১২ এপ্রিল শুক্রবার আর কোনো নতুন ছবি মুক্তি পাচ্ছে না এবং ঐ দিন থেকে বন্ধ হয়ে যাচ্ছে দেশের সব সিনেমা হল।
কথা জানিয়েছেন প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার নওশাদ ও বুকিং এজেন্ট সমিতির সভাপতি সারোয়ার ভূইয়া। ইফতেখার নওশাদ পিবিএকে বলেন, এখন পর্যন্ত সরকার আমাদের অনুরোধে কোনো সাড়া দেয়নি। মনে হচ্ছে বিষয়টিকে সরকার হালকাভাবে দেখছে। আমরা কিন্তু আমাদের সিদ্ধান্তে অনড়। কারণ ছবির অভাবে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।
তিনি আরও বলেন, ‘গত চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতিও বলেছেন ১২ এপ্রিল থেকে বাংলাদেশের কোনো হলে তারা সিনেমা বুকিং নেবেন না। আলটিমেটাম বাস্তবায়নের আগের শুক্রবার অর্থাৎ ১২ এপ্রিল পুরনো ছবি মুক্তি দেওয়া হবে বলে জানান ইফতেখার নওশাদ।
এদিকে, চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির সভাপতি সারোয়ার ভূইয়া পিবিএকে বলেন, ‘আমরা প্রদর্শক সমিতির সঙ্গে একমত হয়েছি। ১২ এপ্রিল থেকে বুকিং এজেন্টের কোনো সদস্য বাংলাদেশের কোনো হলে সিনেমা বুকিং নেবে না।
পিবিএ/এমএস