পিবিএ,রংপুর: চলমান বন্যা পরিস্থিতির কারনে ঘরবন্দি গংগাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের রমাকান্ত তিস্তা নদীর মাঝখানে চাদের চড় নামক স্থানে শতাধিক পানি বন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। বৃহস্পতিবার দুপুরে গংগাচড়ায় পানিবন্ধী পনিবারের মাঝে মাঝে চাল, ডাল, বিস্কিট, চিড়া, মাস্ক, স্যানিটাইজার বিতরণ করেন ফেসবুক ভিত্তিক সংগঠন আমরাই পাশে রংপুর।
এ সময় উপস্থিত ছিলেন রংপুরের সংগঠক ও সমাজসেবী তুষার, সঙ্গিত শিল্পি অন্তর রহমান, গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন আকাশ খান, এছাড়াও রায়হান, কিবর,ইমরান, বৃষ্টি, নুসরাত, নসর্নালী, মজিদ, রেজাউল, রেদওয়ান, রমিদুল, আবির জাহিদুল, ইতি, মুন্না, রাসেদসহ অনেকে।
এসময় গ্রুপের উপদেষ্টা অন্তর রহমান জানান, আমরা সর্বদাই অসহায় মানুষ গুলোর জন্য কাজ করি, পানি বন্দি মানুষের দুঃখ দূর্দশার কথা চিন্তা করে সামান্য খাবার উপহার দিচ্ছি।
সরকার সহ প্রতিটি সামাজিক সংগঠনকে আহবান জানিয়ে তিনি বলেন এখনি সময় মানুষের পাশে গিয়ে তাদের খাবার বিতরন করা কারন তারা বর্তমান মানুবিক জীবন যাপন করছে।
পিবিএ/মেজবাহুল হিমেল/এসডি