গত ২৪ ঘণ্টায় বন্যাকবলিত জেলাগুলো থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট ও কন্টিনজেন্ট বোট ও হেলিকপ্টারের মাধ্যমে প্রায় সাড়ে ৯ হাজার বন্যাদুর্গত ব্যক্তিকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়েছে।
শনিবার (২৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বন্যার্তদের সহায়তায় জরুরি প্রয়োজনে বিমান বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলেছে আইএসপিআর। বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর: ০১৭৬৯-৯৯৩৮৮৮, ০১৭৬৯-৯৯২৮৮০, ০১৭৬৯-৯৯২৮৮২, ০১৭৬৯-৯৯২৮৮৩।
এছাড়া বন্যার্তদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য বিমানবাহিনীর বিকাশ নম্বর দেওয়া হয়েছে। ০১৭৬৯-৯৯৩৭৩৬ (send money opt) BAF welfare trust।
এদিকে, সশস্ত্র বাহিনীর সব পদবির সদস্যদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমার পাশাপাশি সশস্ত্র বাহিনী সদস্যের মাধ্যমে নিজস্ব ব্যবস্থাপনায় জরুরি ত্রাণ সংগ্রহের কার্যক্রমও পরিচালিত হচ্ছে।