বন্যার পানিতে শেরপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। নদী উপচে তলিয়ে গেছে ফসলি মাঠ পুকুর। ধীরে ধীরে পানি কিছুটা কমতে শুরু করেছে। মৃগীনদী’র পানি কমতে শুরু করায় কলা গাছের ভেলা ভাসিয়ে দুরন্তপনায় মেতেছে শিশু কিশোরেরা। ছবিটি শেরপুর সদর উপজেলার ২নং চরশেরপুর ইউনিয়নের টালিয়া পাড়া এলাকা থেকে তোলা। বুধবার, ২৪ জুলাই। ছবি: পিবিএ/নাঈম ইসলাম।

আরও পড়ুন...