বন্যায় একমাত্র ভরসা টাঙ্গাইল শহর রক্ষা বাঁধ। কিন্তু আওয়ামী লীগ নেতাদের নাম ভাঙ্গিয়ে কিছু স্বার্থলোভী বালু খোকোরা শহর রক্ষা বাঁধের পাশ থেকে অবাধে উত্তোলন করছে বালু। ফলে বন্যার শুরুর যে কোন মুর্হূতেই ভাঙ্গনের কবলে পড়তে পারে এই বাঁধটি। ছবিটি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী মহেলা এলাকা থেকে তোলা। ছবি : পিবিএ/ মাছুদ রানা।