ববি উপাচার্যকে বাধ্যতামূলক ছুটির আশ্বাস, পদত্যাগ না করলে আন্দোলন শিক্ষার্থীদের

পিবিএ, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুলের পদত্যাগের দাবিতে টানা এগার দিন ধরে চলা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসেন পানি সম্পদ প্রতিমন্ত্রী,বরিশাল সিটি মেয়রসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সাথে আলোচনা শেষে শনিবার সন্ধ্যা ছয়টায় প্রশাসনের পক্ষ থেকে উপাচার্যকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

এদিকে শিক্ষার্থীদের প্রেস ব্রিফিংয়ে জানানো হয় উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে।

প্রসঙ্গত গত ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে থাকবে গার্ডেন পার্টির আয়োজন করা হয়েছিল ওই অনুষ্ঠানে ও ভিসির পছন্দের ব্যক্তিরা থাকলেও শিক্ষার্থীদের কোনো অংশগ্রহণ থাকেনি ।এর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও মিছিল করে।পরে বিকেলে এক অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক সাধারণ শিক্ষার্থীদের ঢালাওভাবে রাজাকার বলায় আন্দোলনের শুরু হয়।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...