পিবিএ,টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুর এক অনুষ্ঠানের মাধ্যমে ২০১৯-২০২০ অর্থ বছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক, অসচ্ছল প্রতিবন্ধী, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতা বিতরণ করেন।
দুপুরে রবিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে, সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায়, ৭৬৩ জনকে বয়স্ক ভাতা, ৬৩৫ জনকে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা এবং ৩৯০ জন বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতা বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী কেএম গিয়াস উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মির্জা আসিফ মাসুদসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
পিবিএ/মো.নুর আলম/এসডি