বরগুনার তালতলীতে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ জন

পিবিএ, বরগুনা: তালতলী উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে । সোমবার রাত ১১ টার দিকে তালতলী উপজেলার বাদুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় আহত হয়েছে তিন জন, আহতদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে উপজেলা স্বাস্থ কম্প্লেক্সের চিকিৎসক।
আহতরা জানায়, স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মিন্টুর সমর্থক নজরুল ইসলাম ভোটার তালিকা নিয়ে বাড়ি ফিরতে ছিল, এ সময় আওয়ামীলীগ প্রার্থী রেজবি-উল কবিরের সমর্থকরা তার পথ রোধ করে কুপিয়ে আহত করে ।
এ খবর শুনে মিন্টু সমর্থকরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে নজরুলসহ আল আমিন ও মনি জোমাদ্দার নামের আরো দুই জন আহত হয়।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাজাহান হোসেন জানান, এ ঘটনায় রাতে কোন মামলা করেনি উভয় পক্ষের কেউ। আওয়ামীলীগ সমর্থীত প্রার্থীর সমর্থক বাবলু নামের সাবেক এক চেয়ারম্যানের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে।
পিবিএ/জেডআই

আরও পড়ুন...